জীবন
অমিতাভ ভট্টাচার্য
কেউ কেউ হয় রোজ বানভাসী
নদীর ধারেতে বাস
কারুর কারুর জীবন আবার
জটিল উপন্যাস।
কেউ হয় শুধু আলোর ফুলকি
হাওয়াতে মেলাল দ্রুত
কারুর মুক্তি আকাশের বুকে
কবে ছিঁড়ে গেছে সুতো।
কেউ জ্বলন্ত মশাল হয়েছে
বারুদেতে ভরা বুক
কেউ বা প্রদীপ, আধেক আলোতে
দেখা যায় শুধু মুখ।
কোনো আলো যারা জ্বালাতে পারে নি
আকাশেতে রেখে চোখ
প্রার্থনা করে এ আঁধার রাতে
আলোর বৃষ্টি হোক।
যে মানুষ পেল জয়ের মালাটি
সে-ই কি জিতেছে আদৌ?
পাঁকে ডুবে থেকে পদ্ম ফোটাতে
পেরেছে কি কোনো সাধু?
কারুর দৃষ্টি ভবিষ্যতেতে
কেউ বা অতীতে বাঁচে
কেউ ভুল করে তফাত করতে
খাঁটি হীরে ঝুটো কাচে।
কেউ বা ভুলেতে বন্দী হয়েছে
কেউ ভুল ভেঙে ফেরে
কেউ চলে গেছে বিফল পথেতে
প্রতিরাতে কড়া নেড়ে।
আলো ও আঁধারে, জয়ে পরাজয়ে
জীবনের এই খেলা
নানা মানুষের সমারোহে মেশা
এক বিচিত্র মেলা।