জীবন যখন নরক
অমিতাভ ভট্টাচার্য
জীবন জুড়ে সঙ্গী শুধু পাপ
সম্পদেরা কুড়নো অভিশাপ
বিষের পাত্র চুমুক দিয়ে রাতে
পাকস্থলি পোড়ানো উত্তাপ ।
নেশার ঘোরে ফিনফিনে এক ঘুম
শিথিল স্নায়ু, স্বপ্নর নেই ধুম
আঙুল তুলে সমাজ শাসায় রোজ,
তফাত রহো, তফাত রহো তুম ।
তুমি দেখছ শুধুই ভোগের খিদে
তোমার নজর ঝাপসা যে মিথ্যেতে
তোমার যেমন পুণ্যে ভারী মতি
আমার তেমনি পাপের সঙ্গে মিতে ।
তোমার আছে নির্ভুল উপাসনা
প্রভুর সামনে গম্ভীর প্রার্থনা
যদিও তুমি মর্ত্যের নাগরিক
তবুও শুধুই স্বর্গের আরাধনা ।
আমরা তখন ব্যস্ত আস্তকুঁড়ে
পাপের খোঁজে একদল ভবঘুরে
নরক দেখার প্রবল বাসনাটা
ক্ষতর মতো যাদের হৃদয় জুড়ে ।
তোমার মনে বিশ্বাসেতে মড়ক
পাও নি খুঁজে স্বর্গে যাওয়ার সড়ক
আমরা কিন্তু এই আকাশের নীচেই
দিব্যি গড়ি জীবন্ত এক নরক ।