একটি গান শুনে
অমিতাভ ভট্টাচার্য

কত রঙের আলোর ফুলকি
রোজ হারিয়ে যাচ্ছে শূন্যে
আমি পাপেতেই রাখি ভরসা
আর প্রয়োজন নেই পুণ্যে।

আমার বৃত্তটা ভারী ছোট্ট
আর পৃথিবীটা যেন বিন্দু
আমি দেখেছি তোমার অশ্রু
আর দেখতে চাই না সিন্ধু।

আমার দিনযাপনের দৈন্য
আর অবসর বড় আলসে
আমার দৃষ্টিতে শুধু ঝাপসা
আর মগজেতে ভরা চালশে।

আমি চালচলনেতে শান্ত
আর মন জুড়ে চলে দ্বন্দ্ব
আমি ভয়েতেই থাকি বন্দী
রাখি দখিন দুয়ার বন্ধ।

আমার আকাশটা সীমাবদ্ধ
আর আলোতেও নেই মুক্তি
আমার কথাগুলো শুধু শব্দ
আমি কখনো খুঁজি না যুক্তি।

আমার ইচ্ছেরা ভারী বাধ্য
তবু স্বপ্নর আছে পাখনা
দেয় বাতাসে ওড়ার ইঙ্গিত
আশাগুলো বেঁচে থাক না।