বোধ
অমিতাভ ভট্টাচার্য
দিনের শেষ হলে
ক্লান্ত ডানা দুটি
তোমাকে কাছে চায়
কিছুটা উত্তাপ ।
কথারা শেষ হলে
শুধুই কাছে আসা
সেই ঘনিষ্ঠতা
ভীষণই চুপচাপ ।
কখনও শয্যা
নদীর স্রোত হয়,
কখন জ্বলে ওঠে
গোপন আগুনে ।
কখনও শীতলতা
ধূসর রাত্রি
কে যেন বিষ ঢালে
মধুর ফাগুনে ।
আমার ভেঙে যাওয়া
পাঁজরে উপশম
তোমার আঙুলের
গভীর স্পর্শে ।
তবুও বেদনারা
ঠিকই তো ফিরে আসে
আমার বুক জুড়ে
বেঁধেছে ঘর যে ।
আমার চেতনারা
কালো আকাশ হলে
তুমি কি তারা হবে
একটি উজ্জ্বল?
সেখানে হাওয়া নেই
জ্বলতে পারো তুমি
নিজের খুশিমতো
নীরব নিশ্চল ।
শুধুই স্রোত নয়
শুধুই তাপ নয়
তোমাকে বোধে পেয়ে
তবেই শান্তি ।
ভুলেছি ইতিহাস
ভুলেছি নিজেকে
ভুলেছি জীবনের
গ্লানি ও ক্লান্তি ।