আবার
অমিতাভ ভট্টাচার্য
সময় যদি হঠাৎ থেমে যায়
ঘড়ির কাঁটা পেছনদিকে চলে
তোমায় যদি আবার আমি ডাকি
তুমি কি সেই আবার যাবে চলে?
আবার যদি সেসব দিনে ফেরো
রঙিন সকাল, অলস বিকেলবেলা
হাজার তারা আবার যদি জ্বলে
তুমি কি সেই আবার যাবে চলে?
আবার যদি নীল পাহাড়ের দেশে
সবুজ রঙা নদীর ধারে বসে
সময় কাটে কেবল কথা বলে
তুমি কি সেই আবার যাবে চলে?
তোমার থাকা এক পলকের শুধু
স্মৃতির বোঝা মেঘের মতো ভারী
আবার যদি বৃষ্টি ঝরে চলে
তুমি কি সেই আবার যাবে চলে?