তুমি জাঁদরেল জেনারেল হলে ভালো হতো ,
হাসিতেই ঘায়েল হয়ে যেত বিচ্ছিন্নতাবাদীরা!

তুমি যুদ্ধবিমানের পাইলট হলে ভালো হতো , আকাশপথে তোমার চোখের নিশানায় ঘায়েল হতো শত্রুপক্ষ !

ভালো হতো তুমি নৌপথে আরাকান নৌবহর আটকে দিলে ,
তোমার থুতনির খাঁজে বুদ হয়ে নিশানা ভুল করতো বার্মিজ দক্ষ নাবিক !

ভালো হতো তুমি সীমান্তের দায়িত্ব টা নিলে ,
অমিয় ঘোষদের বিএসএফ পারতোনা ফেলানীকে কেড়ে নিতে !

ভালো হতো অনেক কিছুই !
তুমি আঁড়চোখে তাকালে ,
মৃদ্যু হেসে পাশে বসে মন্তু মিয়ার গল্প শুনলে ;
কিংবা হিংসুটে টুনিকে বকে দেয়ার ছলে আমায় আলতো আঘাত করলে !

ভালো হতো ...
থাক আরেকদিন বলবো !
ততদিন শুভদৃষ্টিতেই সই, কেমন ?