প্রিয় সুস্মিতা,
তোমায় বলেছিলাম নিয়ম করে দুবেলা ছাদে যেও রোজ
সারস,চড়ুই রা গানের রসদ খুঁজে পাবে ;
তোমায় বলেছিলাম রোজ খুলে দিও কুন্তলরাজি
মেঘেরা বৃষ্টির ছোঁয়া দিয়ে যাবে
তোমায় বলেছিলাম তাকিও না আড়চোখে
সত্যি,সর্বনাশ হয়ে যাবে !
তোমায় বলেছিলাম শল্যবিদায় পেওনা ভয়
গুছিয়ে দেবো যত্ন করে রোজ ;
তোমায় বলেছিলাম ভয় পেওনা বাচ্চা আসে যদি
আছি আমি, শিখিয়ে দেবো ডোজ !
সুস্মিতা তোমায় বলেছিলাম আমায় ভরসা করতে
প্রফের অসপি সহজ হয়ে যাবে ;
তোমায় বলেছিলাম এলোচুলে হাত বুলিয়ে দিতে
উপকূলের বন্যা থেমে যাবে
তোমায় বলেছিলাম ছেড়ে দিওনা হাসি ,
সত্যি, আমার পৃথিবী থমকে যাবে !