তুমি আসলেই থেমে যেত মৌসুমী বায়ুর প্রবাহ
উপকূলের বন্যা যেত থেমে ,
ডম্বুরের চাপ হয়ে যেত সহনীয়
ঘূর্ণিঝড়ের তীব্রতা যেত কমে !
তুমি আসলেই এলসেস্টিস ফিরে পেত বাকশক্তি
গ্যাব্রিয়েলের সংসারটাও যেত টিকে ,
থিও ফেবার হতোনা আগ্রাসী
ক্যাথির জীবনটাও যেতোনা বেঁকে !
তুমি আসলেই কমে যেত এবসেসের রোগীর ভিড়
সিউডোমোনাসের দল যেত পালিয়ে ,
স্ট্যাফাইলোকক্কাস হতোনা ভয়ংকর
স্ট্রেপটোকক্কাস ও যেত ঝিমিয়ে !
তুমি আসলেই কমে যেত আলসারের তীব্রতা
ভাস্কুলারিটি যেত বেড়ে ,
গ্যাংগ্রিন হতোনা পায়ের ডগায়
রানু মাসীর আঙুল নিতে হতোনা কেড়ে !
তুমি আসলেই কমে যেত প্রতিবিপ্লবের শঙ্কা
ষড়যন্ত্রের ভিত যেত নড়ে ,
কেন যেন শুধু সব কিছুতেই
তোমাকেই মনে পড়ে !
তুমি আসলেই থেমে যেত রেলের দুর্গতি
হসপিটালের দালালের দল
কিংবা পাসপোর্ট অফিসের লাইন ,
কমে যেত প্রবাসীদের দুর্ভোগ কিংবা গাজায় পোতা মাইন !
কেন এলেনা সুস্মিতা ?