সেদিন ভোরের অংশুমালী সময়মত ওঠেনি ,
ওঠেনি ভোরের কর্কশ ডাকের দাঁড়কাকটাও
অফিসগামী পোদ্দারবাবুর এলার্মটাও তখন বাজেনি ,
সুস্মিতা আমায় ভালোবাসেনি !

পাড়ার কাকীমাদের খুনসুটির আসর বসেনি ,
বসেনি শ্রীরামের মিষ্টান্ন ভান্ডার
বাজারের বিখ্যাত মুচিও সেদিন আসেনি ,
সুস্মিতা আমায় ভালোবাসেনি !

টুনির সাথে মন্তু মিয়ার আর সংসার করা হয়নি ,
হয়নি মাঝরাতে খেজুরের রস চুরির পুনরাবৃত্তি
আবুলের ঘরেও আর নতুন বউ আসেনি ,
সুস্মিতা আমায় ভালোবাসেনি !

পাটুরিয়া ঘাটেও সেদিন ইলিশের পসরা বসেনি ,
বন্ধ ছিলো পদ্মা রিভারভিউ এর খাদ্যের যোগান
সেলফি বাসের ড্রাইভারটাও কাল থামে নি ,
সুস্মিতা আমায় ভালোবাসেনি !

খারাপ দিনগুলো এখনো শেষ হয়ে যায় নি ,
এখনো ইনসমনিয়ার রাজত্ব চলছে
রেসিডেন্সির ফাঁড়া টাও এখনো কাটে নি ,
সুস্মিতা আমায় ভালোবাসেনি !