হাসি ছেড়ে দিওনা সুস্মিতা ,
বর্ণমালা হারিয়ে যাবে ;
পাখির কলতান হয়ে যাবে ফিকে
নদীর স্রোত হয়ে যাবে মিথ্যে
ইয়ং এর দ্বি চিড় পরীক্ষা হয়ে যাবে অপ্রাসঙ্গিক !

হাসি ছেড়ে দিওনা সুস্মিতা ,
অভিকর্ষ বল কমে যাবে ;
কমে যাবে ফুলের পরাগায়ন
মিথ্যে হয়ে যাবে থিওরি অফ রিলেটিভিটি !

হাসি ছেড়ে দিওনা সুস্মিতা ,
সালবুটামলে সাড়া দেবেনা বিটা রিসেপ্টর
থিওফাইলিন হবে ফিকে
এজমা এটাক হবে প্রাণঘাতি !

শুধু ছেড়ে দিও দুদন্ড বিষাদ
ছেড়ে দিও অযথা চিন্তা
ছেড়ে দিও নেতিবাচকতা আর ..
ঘেষতে দিওনা পাড়ার বাউন্ডুলেদের !
মনে থাকবে সুস্মিতা ?