সুহাসিনী বলেছিলো সেদিন বিকেলটা হবে আমাদের ,
পাড়ার দাঁড়কাকের দল সাক্ষী !
সুহাসিনী বলেছিলো অপরাহ্নের আদ্ধেকটা হবে আমাদের ,
এন্ড্রোমিডার পুঁচকে গ্রহাণুগুলোও সাক্ষী !

সুহাসিনী বলেছিলো ফুরোবেনা শেষ বেলা ,
সায়াহ্নের ছায়ার পরিমাপ থাকবে ধ্রুবক
সুহাসিনী বলেছিলো থমকে যাবে সময় ,
কৃশলায় বন্দি হবো, যেমনটা ধাতব বস্তুতে চুম্বক !