ওরা বলেছিলো ভালোবাসায় ভেদ নেই কোনো
জাত,ধর্ম,শ্রেণী,গোত্র কত কি !
কব্জি ডুবিয়ে নেমেছিলাম ডোপামিনের সদ্ব্যবহারে ,
ভেবেছি কতটা প্রগতিশীল হয়ে উঠেছে সমাজ
বিভেদের ঝান্ডাগুলো কেউ উপড়ে ফেলে দিয়েছে বহু দূর
কারো কোনো হস্তক্ষেপ নেই,কর্ণপাত নেই,
নেই কোনো অগ্নিদৃষ্টির উষ্মা !
ওদের উপর ভরসায় মেতেছিলাম তোমার কন্ঠাস্থির খাঁজে
বদ্ধ কামরার অন্ধকারে করেছি আলোর সন্ধান !
কতটা বুদ্ধিভ্রষ্ট ছিলাম !

ওরা বলেছিলো ওরা উদারপন্থী ,
মধ্যযুগীয় ভাবনায় ওদের আলম্বের লেশমাত্র নেই ।
ভালোবাসা নাকি ওদের ধর্ম,ধ্যান,দর্শন !

কিন্তু আজকাল দেখো আমাদের
হাইপোথ্যালামাসগুলো নির্বাসিত ,
দুমড়ে মুচড়ে ফেলে দিচ্ছে সব নিউরোট্রান্সমিটারের ঝোলা ;
স্পষ্ট দাগ টেনে দিচ্ছে আমাদের অভিসারে ,
অসম্মতির হাজারো টিপ্পনী রোজ বিধছে
পাঁজরের ফাঁক দিয়ে
ওরা বলছে এ সম্ভব না ,
এ হয়না, এ বড্ড পাপ !
আচ্ছা ওরা না ভেদাভেদ করেনা ?
বুঝলাম সীমারেখায় বন্দি উদারতা !

ওরা বলেছিলো ওরা বড্ড প্রগতিশীল,বড্ড !