বই পড়ার পাঠ চুকোয়
গ্রাফাইটের দর্শক কমে ক্ষীণ হয় ,
বারান্দার গ্রীলের ঔজ্জ্বল্য ও কমে আসে
ও পাড়ার মকবুলের হয় অধঃপতন
রাষ্ট্রের অর্থনীতিতে হয় মুদ্রাস্ফীতি ,
ঘটে সরকার পতন !

এত পতনের মাঝেও বাড়তে থাকে তার দ্যুতি
গালের কাটা দাগটাও যেন ছড়ায় মিষ্টি আভা !
যার স্নিগ্ধ চাহনি ই যেন নেভায় দাবানল
নেভায় ভিসুভিয়াসের লাভা !