আমাদের আধমরা সকালে সূর্যটা জেকে বসে বেহায়ার মত
কুড়ি-পঁচিশ ডিগ্রীতেই যেন সব ঝলসে যায় ,
মনে হয় মস্ত উনুনে পুড়ছি
এই বুঝি সব অঙ্গার !

অথচ একসময় তপ্ত দুপুর হার মেনেছিলো আমাদের ভালোবাসায় ,
আমাদের খুনসুটিতে অরুণের রোদন ও যেন হয়ে যেত ফিকে

আমাদের বিষন্ন বিকেলে অংশুমালীর যেন বড্ড তাড়া !
ডুবছে,ডুবাচ্ছে
মনে হয় হারিয়ে যাচ্ছি তিমিরে ,
এই বুঝি হারালাম প্রেতাত্মায় !