প্রেম তবু তুমি কেন ধরা দিলেনা ?
মন ছুঁয়ে শুধু তুমি, বিদেশে বেঁধেছো ঘর,
ঘরণী হয়ে তাই আসা হলোনা,
তাই বুঝি প্রেম তুমি ধরা দিলেনা ।।
রাতের তারাগুলো মিটিমিটি হাসে,
তোমাকে আমার কেন এতো কাছে আনে !
তুমিও তো ভালো আছো,
আমিও তো ভালো আছি,
ভেজা চোখে শুধু খালি ঘুম আসেনা,
প্রেম তুমি তাই বুঝি কাছে এলেনা।।