ছুড়ে ফেল ডাস্টবিনে যত ব্যর্থতা
আর, ছিঁড়ে ফেল মেকি প্রেমিকার শর্ত
পেছনে তাকালে ই শত্রুর শিকার
জুটবে না কোনো লুকবার গর্ত

আগামী ক্রুশেড এ ক্রুশ এ দে তাদের
যারা বাইরে সাধু অন্তরে ভণ্ড
রক্তে শিরায় কেন আবেগ আর বাওয়াল?
পাপে পাপে ভরা গোটা ব্রহ্মাণ্ড

চূড়ান্ত ষড়যন্ত্র থাকতেই হবে শেষ পর্যন্ত...
তাই চেটে নে শেষ বার ক্ষত যাবতীয় আর
ওগরা মনে বিদ্রোহী মন্ত্র

স্ট্রাগলার... স্ট্রাগলার, প্রমাণ কর তোর রক্তের দাম
রোদে পোড়া দেহ বৃষ্টির জলে ধুয়ে গেছে কত ক্ষত কত অপমান
ধমনীতে ব্লেড ছোঁয়াবি না আর, দেখে নিবি শেষ তাও মানবি না হার
ভুলে অপমান, মুছে ফেল ঘাম আর যে যা খুশি বলে যাক লিখে রাখ নাম