পুড়ে ছাই শুধু চিতা, পালিয়ে বেঁচেছে প্রাণ
ভেতরে গোপনে জন্ম নিচ্ছে নৃশংস শয়তান
(তার) দুচোখে জ্বলছে আগুন নারকীয় অভিমানে
খিদেয় পুড়ছে পাকস্থলী শিকারের সন্ধানে
লক্ষ নষ্ট হাজার ভ্রষ্টা হচ্ছে সতী
শরীর দিচ্ছে অন্যের হাতে না চেয়ে ই অনুমতি
নষ্ট আমিও হঠাৎ একই অবৈধ উত্তাপে
জন্ম নিচ্ছে শয়তান দেহে স্বাভাবিক অভিশাপে
মগজ ঠাণ্ডা বরফ শিরায় শিরায় আগুন
অসহ্য লাগে যন্ত্রনা তবু রক্ত লাগে দারুণ
আমি বসে ভাবি যুদ্ধের কথা পাগল ভাবছো তুমি
সুস্থ মাথায় চিন্তা ভাবনা প্রিপ্লান্ড ভণ্ডামি
আয়নায় ছবি হাসছে তাকিয়ে তীব্র অসন্তোষে
অর্ধ নগ্ন, পূর্ণ শিক্ষা (ঘটে) সব নিজেদের দোষে
অভিনয় লাগে মিথ্যে আদর নেশায় লিখছি গান
জলে ভিজে চোখ, মৃত্যুর শ্লোক... শাস্তির অভিধান