একটা বাচ্চা রাস্তায় ভিক্ষা করছে
তার কোলে আর একটা বাচ্চা
রাষ্ট্র রাজনীতি তাদের খাবার জোগাতে ব্যর্থ
রাস্তায় অসংখ্য মানুষ
কেউ ভিক্ষা দিচ্ছে, কেউ দিচ্ছে না
কেউ দিতে চেয়েও পারছেনা
সবাই খুব ব্যস্ত, সময় খুব কম
মোটরের ধোঁয়ায় দূষিত হচ্ছে শহর
কংক্রিটের দেওয়াল রোদে পুড়ছে ঠায়
প্রেমিক প্রেমিকা ঘামে ভিজে অস্থির
তবুও তারা পথেই হাঁটতে চায়
আসলে সবার হয়ে ভিক্ষা চাইছে শিশু
প্রভাবশালী দুঃখ যন্ত্রনায়
টাকা প্রয়োজন সবার, অর্থনীতির যুগ
শুধু হাত পেতে চাইছেনা কেউ রাস্তায়
ওরা বাচ্চা না, তাই লজ্জা পায়
আসলে ভিখারি তো সবাই
এক আমি অস্বীকার করছিনা
বাকিরা সব ক্যাপিটালিজম-এ জবাই