রোজ রাত জেগে বালিশে চাদরে মুছে ফেলি সব কান্না
ছিঁড়ে ফেলে মরা প্রেমিকার চিঠি দেয়ালে লিখেছি "আর না"
প্রতারিত হয়ে পরাজিত আমি নাটকের শেষ অধ্যায়
একদিন ঠিকই জিতবো যুদ্ধ নেগেটিভ আস্পর্ধায়
চোখে নাকে মুখে বেওয়ারিশ সুখে নিকোটিন পচা গন্ধ
অন্ধ পৃথিবী ছন্দ হারিয়ে বকে যায় ভালো মন্দ
দূষিত হচ্ছে রাতের খাবার তোমার হাতের স্পর্শে
আয়নার হাতে রাইফেল দেখি গিটারের পরিবর্তে
হাজার বছর আগে স্বেচ্ছায় অপঘাতে শরীর ছেড়েছি খামচে ধরেছি স্বর্গ দূত-এর পাখনা
আজ হাজার বছর পরে, হঠাৎ নেশার ঘোরে
ভালো লাগে খেতে নিজের রক্ত শুনে প্রেমিকার কান্না
প্রতিহিংসার শর্ত হৃদয়ে খুঁড়ছি গর্ত
আয়নার হাতে রাইফেল তাই পেছনে তাকানো ব্যর্থ
মাথায় শিকারী ফন্দি রাত্রির সাথে সন্ধি
মৃত্যুর পরে ঈশ্বরও জানে স্বর্গে দরজা বন্ধ