আমি ভেঙে দিতে পারি চক্রব্যূহ
হাজার বাধা বিঘ্ন সত্ত্বেও
মেনে নিতে পারি দূরত্ব, যন্ত্রনাও
ইগনোর করে আবেগের আর্তনাদ
কষ্ট কে আমি শেখাই বাঁচার নিয়ম
নিজে হাতে লিখি শাস্তির পাঠ্যক্রম
আগামীর কোন যুদ্ধেও হারব না
তুমি যেতে পারো আমি মনে রাখব না
একাকীত্ব ই প্রথম বন্ধু আমার
বহুদূর পথ সুযোগ নেই থামার
কেন চোখে আসে জল, ভাবি না ওসব
বুঝি না কোনো সস্তা প্রেমের গুজব
শূন্যতা জ্বালে ধমনী শিরায় আগুন
রাত জেগে করি অতীতের স্বপ্ন খুন
আগামীর কোনো যুদ্ধে ও হারবো না
তুমি যেতে পারো আমি মনে রাখবো না।