ওরা সব্বাই মৃত তাই আমি একাই যুদ্ধে যাই
সূর্য ডুবছে দিগন্তে জন্ম মৃত্যুর সীমান্তে

আমি প্রাচীন যোদ্ধা এক করে সর্ব অহং ত্যাগ
আজও লড়ছি লড়ব তাই কোন অস্ত্র শস্ত্র নাই

নাই শাস্ত্র জ্ঞান আমার নাই লক্ষ, পথ থামার
বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশ আদি অন্ত পূর্বাভাস

ওরা সব্বাই মৃত তাই ওদের আত্মার মুক্তি চাই
সব ধ্বংস হয়ে যাক আর একটু ধৈর্য রাখ

মহা শূন্যে বিলীন সব জ্ঞান বিজ্ঞান অবাস্তব
বাস্তব এক যুদ্ধ তে আজ স্বেচ্ছায় প্রাণ দিতে

প্রস্তুত প্রত্যয়ে নির্দয় নির্ভয়ে
ওরা সব্বাই মৃত তাই এই মিথ্যের অন্ত চাই।।