ঝুলছে প্রেম সিলিং পাখায়
শেষ রাতের শূন্যতায়
দেখছি তাও, কাঁদছি না
অসম্ভব দুর্দশায়
কে তোমায় দিচ্ছে জল !
বিষাক্ত সেই পাপের ফল...
হত্যা ভ্রূণ, নষ্ট শব
আর সতীত্ব ভাসে নর্দমায়
ঘেন্না পায়!
বাড়ছে লোভ লজ্জা ক্ষোভ
অর্থ-হীন যোগ্যতায়
সুস্বাদু কন্ডোম আর
প্রজন্মের যন্ত্রনায়
মাঝ রাতে চাঁদ ওঠে
প্রেম আমার ঝুলছে ঠায়
তার শরীর গলছে আর
খাচ্ছে ব্রেন ঘুন পোকায়
ঘেন্না পায়!