তুমি চোখ বুঁজে ফের ঈশ্বর কেই ডেকো
আবার যখন কোথাও blust হবে
তুমি রক্ত মেখে ধর্ম নিয়েই থেকো
নতুন নতুন ধর্মীয় উৎসবে
তুমি গিটার ছেড়ে গীতায় দিও মন
সান্ত্বনা আর শান্তি যদি পাও
আসলে যুদ্ধ শুধু terrorists-রাই বোঝে
জানি, বাকিরা শুধু শুদ্ধ হতে যাও
ধর্ম আমার প্রাচীন পুঁথির পাতায়
আর লক্ষ কোটি ধর্মান্ধের মাথায়
তাই ধর্মের নামে এখনো বোম ফাটে
আর ধার্মিক শেষে নিজের রক্ত চাটে
আসলে ধর্ম মানে মানুষ মানুষ বিভেদ
শুয়োর গরু ব্যর্থ প্রেমের বাণী
গীতা কোরান ভাই ভাই যদি হতই
পার পেতো না রাজনীতির উস্কানি
comic book টাও scripture হতে পারে
নতুন যুগে হবেও হয়তো তাই
মোদ্দা কথা ধর্ম বর্ম ছাড়
ক্লান্ত পৃথিবী শান্ত দেখতে চাই