সে রাতের আড্ডায় পোড়ো দা বললে-
"সারবে না মাথা তোর এত নেশা করলে।
তার চেয়ে ড্রেনে যা, গোটা দুই মাছ ধর
তাদের কে বড় কর কাছে রেখে যত্নে
কত কিছু শিখবি। রাত হলো বাড়ি যা
আর মাথা খাসনে।"
সেরাতেই ধরলাম ড্রেন থেকে ল্যাঠা শোল
নেট থেকে জানলাম যাবতীয় যত না,
ততক্ষণে বেধে গেছে মারামারি শোরগোল
বুঝলাম প্রিডেটর, একসাথে থাকে না।
আলাদা করতে হলো, দুজনের দুটো ঘর
ঘর মানে জল ভরা বড় বড় কৌটো
একটায় শোল থাকে সারা দিন লুকিয়ে
ল্যাঠা ঘোরে সারা ঘর ঠিক যেন নৌকো
কি যে ভালো লেগে গেল, মনে হলো বন্ধু
কত কিছু করে ওরা খায় দায় সাঁৎরায়
আমিও বন্দি ঘরে তবে থেকে পুরো দম
মাছ দেখি জল দেখি এসবেই দিন যায়...
তার পর এল পাঁচ ছোটো ছোট কৈ পোনা
সাথে আছে দু' দুটো দাড়ি আলা ক্যাট ফিস
বড় হলো আয়োজন লাগলো ওষুধ কেনা
জানলাম ক্যাটফিসে আছে কাঁটা, হিমো' বিষ।
কৈ গুলো হাভাতে, সারাদিন খাই খাই
খেয়ে খেয়ে পেট মোটা, যত দেবে আরো চাই
ক্যাট ক্যাটে ক্যাট ফিস আলো দেখে ভয় পায়
ল্যাক প্যাক করে আর সারফেসে সাঁৎরায়
একদিন বিকালে মাছের এক দোকানে
দেখলাম বেটা ফিস রাখা আছে ওখানে
জিজ্ঞেস করলাম, 'বন্ধুর কত দাম?
বলল সে, 'ষাট টাকা দিয়ে দিন, নিয়ে যান।
থাইল্যান্ড অরিজিন, ফাইটার নাম তার
নীল গোটা দেহ আর কালো কালো পাখনা র
এই মাছ দেখলেই মন হয় শান্ত
এত ভালো হবে সে আগে কে বা জানত।
বদনাম খুব তার, কারো সাথে থাকেনা
একা একা ঘোরে ফেরে, শাক পাতা খবেনা
অন্যকে দেখলেই তেড়ে যায় মারতে
আর নিজে যদি ভয় পায়, সোজা ঢোকে গর্তে।
দেখি কত সুন্দর প্রকৃতির সৃষ্টি
জল থেকে মেঘ হয় মেঘ থেকে বৃষ্টি
সাপ ব্যাঙ পশু পাখি গাছ পালা ল্যাঠা কৈ
পৃথিবীটা সবারইতো, আমরা তো একা নই।