তুমি দাস বানিয়ে রাখবে আমি দাস হবো।
তুমি রূপা বানিয়ে রাখবে আমি রুপা হবো।
তুমি সৌন্দর্যের বনর্ণা চাইবে আমি বনর্ণা হয়ে আসবো।
তুমি হ্যাঁ বলবে,
আমি হ্যাঁ হয়ে বলে থাকবো।
তুমি প্রেম করতে বললে আমি প্রেম হয়ে আসবো।
কাছে ডাকলে কাছে আসবো।
ভালোবাসতে বললে ভালবাসবো।
কিছু করতে বারণ করলে,
আর কিছু করবো না।
থেকে যেতে বললে থেকে যাবো।
কেউ কিছু আর বলছে না!
আর কেউ কিছু বলে না।
সবাই চলে যায়।
এই বিশাল পৃথিবীর কাছে রেখে গেল।
কেউ কাছে আসতে বললো না।
সবাই জানি কেমন চলে গেলো।
কেউ কাছে আসে না।
হা হা করে চিৎকার করলে শুধু বলে থামো।
আর এমন করো না।
তখন খুশি মনে থেমে যাই।
তারপর আবার সবাই চলে যায়।
কেউ চলে যেতে চাই লো,
না করতে পারলাম না।
বার বার বিদায় বলে গেলো।
আমিও কিছু বলতে পারলাম না।
শেষে বললাম, এইটাই হয়তো শেষ বলা!
সে বলে গেলো কিছু করো না।
আমিও তার কথায় কিছু করলাম না।
কেন করলাম না।
কেন আমি কাঁতে পারছি না।
কেন জানি হাসতেছি।
হাসছি আমি ভোবার মতন,
ভেতর করেছি ক্ষত।
ভালোবেসে পেয়েছি আনন্দ,
বিচ্ছেদ পাইনি আমায়।
কেউ তো আসেনি।
বাদ দিবো হয়তো আজ।
এখন থেকে পড়বো আমি অন্য কারো গল্প।
মেয়েরা কখনো ভুল নয় হয় তো।
তারা হয়তো জানে কি আমাদের জন্য ভালো।
তাই থাকতে হবে।
টাটা!
আই ভিল্লো পেতনি।