অভিনব অভিনব
তোমার ওই চোখের ভাষা তুমি জানো কিনা জানি না।
তুমি নিজেকে চিনো কিনা চিনো না তাও জানি না।
তোমার ওই সৌন্দর্যের বর্ণনা,
তুমি জানো কিনা জানি না তাও জানি না।
তুমি হাসলে তোমাকে দেখতে লাগে অনন্য।
তুমি তাকলে লাগে রোদ এসে পরেছে আমার চোখে।
অভিনব,
তোমার ওই খোলা চুলের পরস আমাকে সমুদ্রের ঢেউয়ের আবাস জাগায়।
তুমি কথা বললে লাগে আমারো কেউ একজন আছে,
যাকে আমি সব বলতে পারি।
তুমি ফিরে তাকালে লাগে যেন,
আকাশ ভেঙে নামবে আজ বৃষ্টি।
যে বৃষ্টি শুধু দেখবো আমি।
যদি তোমাকে দেখতে বলা হয়?
তবে আমি তোমাকে কতক্ষণ দেখবো সেটি আমি নিজেও জানিনা।
কেননা তোমাকে দেখার তো নেই শেষ।
শুরু তাও সব কিছুরই আছে,
কিন্তু কিছু বিষয়ের শেষ নেই।
তবে আমি নিজে কিছু জানি কিনা, তা জানি না।
তবে আমি ভালোবেসে ফেলেছি তোমাকে!