যাহা চাও তাহা পাও
তাহা জীবন নহে।
জীবনকে বইয়ের পাতা ভাবিও না
তাহা কখনো জীবন হতে পারে না।
আমি তবুও লিখছি গল্প জীবন নিয়ে,
এখন তো আমি নিজেই বলি আমি পাগল।
তাকে বাস্তবে দেখার বদলে
দেখি তাকে কল্পনাতে।
খাতার পাতায় জীবন
নিজের মতো করে সাজানো যায়।
চলচ্চিত্রের জীবন যদি হয় ট্রেন
তবে তাহার মন হবে ট্রেনের চাকা।
গিটারের শব্দ যদি হয় গানের সুর
তবে গাড়ির শব্দ কেন নয় গানের সুর।
যদি তুমি ভালোবেসেই থাকো
তবে সেটি কেন নয় ভালোবাসা।
যদি তুমি ভালোবেসে ছেড়ে দিতে জানো
তবে ধরতে জানবে কে?
ভালোবাসা যদি আবেগ হয়
তবে ইট কি দেওয়ালের আবেগ।
যদি একটি অক্সিজেনের সাথে
দুটি হাইড্রোজেন শেয়ারের মাধ্যমে হতে পারে পানি,
তবে দুটি মন মিলে কেন হতে পারে না ভালোবাসা?