তোমাকে চিনি না জেনেও,
সেই তোমাতে জড়িয়ে গেছি।
যদি চিনে ফেলতাম
তবে মনে হয় একবার নিজেকে
প্রশ্ন বোধক চিহ্নের কাছে ফেলতাম
এটা জানতে যে কেনো তুই,
সেই তুমি তে জড়িয়ে গেলি।
তখন কি উওর দিতি বল আমাকে।
শুধু চুপ করে থাকিস না?
তখন হয়তো আমি এরিয়ে যাবো।
এড়িয়ে যাবো এই শহর।
এড়িয়ে যাবো এই পৃথিবী।
কাল থাকতে কাল কে চিনবো না,
আর সময় থাকতে চিনবো না নিজেকে।
আর চিনেতে হলে চিনবো নিজের গন্তবকে।
ভালোবাসার গন্তবকে করবো তুচ্ছ।
আর নিজের জীবনকে করবো উৎসর্গ।
বিদায় নিবো, এড়িয়ে যাবো এই তো আমি, এইতো আমার ছোট্ট জীবন। না কারো প্রশ্নের উত্তর না কারো প্রশ্ন!