আমার একটা গল্প লিখে তাতে ধরাইও আগুন
আমি সেই আগুন এর তাপ পহাইয়া কাটাব সারা রাত।
কিন্তু আমার জন্য সেই গল্পটাই বা লেখে কে?

আমার গল্প লেখার তো
কোনো মানুষ নেই।
আমার কোন গল্প নেই,
আমার কোন গল্প নেই।

যত বার বলি
আমার কোনো গল্প নেই?
শিশির ভেজা সকাল জানি ততোটাই ক্লান্ত।
আমার ভুলের নেই
কোন শেষ।
তবে ভুলের শেষে
গল্পটা আমার হয়না।
  
তুমি মেজাজ টা করিও গরম
তাতে সিটাব কিছু কোমল ছায়া।
আমি একটু অন্য রকম মায়া
খুজি আমারি মাঝে।

যদিও থাকবে না তখন আলো
মনটা থাকবে তখন রাতের গভীরে।
কেউ কখনো বলিনি
তর গল্পটা হবে।

কেনই বা ভাবি আমার গল্পটা হবে।
আমার জন্যি এই লাইন টাই থাক
❝আমার কোন গল্প নেই,
আমার কোন গল্প নেই!❞