দ্বন্দ্ব আমার ছন্দ আমার
তুমি যখন অন্য কারো বে কোল আমি হায়।
আমি তো মনে রাখিনি সেই রাত যে রাত তোমার সাথে ছিলো না।
তুমি শুনতে পারো নি সেই অবেলার ঘুঘু র ডাক।
কারণ তুমি জানতে না ভালোবাসা কি?
কিন্তু তুমি মুখে দিতে বলি,
আর আমি সেই বলি করিতাম আন মনে বিশ্বাস।
তুমি বিকেল দেখে কি বলবে তাই জানো না,
তবে কেন বলতে ভালোবাসি।
সেটি কি ভেবে নিবো তা তো আমার মন অনেক আগে ভেবেছিলো,
এখন তো আর সেই সময় নেই।
যার প্রতি সরণে ছিলো কাবেরী তুমি অমার আর কারো নও শুধু আমার!
আজ সে নেই?
কেনো সে নেই,
তাও সে নেই।
বলে তো ছিলো ছেরে যাবে না।
ছেড়ে গেছে মনে রেখেছি কি না তা তো আর জানা হলো না।
তাকে আর এক বার বলতে চেয়েছিলাম?
কিন্তু বলতে পারা হতে হতে হলো না।
সে ছেড়ে গেলো।
সময় তো আমার হয়েছে এখন তার কাছে যার।
আমাকে ছেড়েছে আজ ক এক যুগ হয়!
আমি তার কাছে যাবো সময় হারাতে নয়।
সময় হতে আর কত দিন?