মরন সাধিল মোরে এক রাশ রক্তিম কৃষ্ণচুরা
কি করে চোখ ফেরাই বলো,
ছল ছল আঁখি তে উদাস করা চাহুনি
পাগল করা সংগিতে মোরে ডাকিলো।
কতনা জন্মান্তরের আপন মায়া মাখা হাসিতে আঁচল পাতিলো,
মরন সাধিল মোরে অনন্ত নিদ্রা
কি করে ফেরাই বলো।
গায়েতে তাহার গোলাপ সুভাস জোৎস্না বিলায়
দুহাত মেলিয়া ধরনির প্রতি কুঞ্জে,
বর্ষায় তাহার প্রানী ভিজে অতীত হইয়াছে
এ গ্রামে ও গ্রামে, গ্রাম পেরিয়ে গঞ্জে।
কি করে ফেরাই বলো?
চারি পাশে তার মায়ার ঝিলিক নদীতে
সে পাহাড়ের চুড়ায় নাকের ডগায় সুভাস ছড়ায় শত শান্তির
সে সাদার পরসে মোড়াইতে মোরে বারে বারে চায়।
কি করে ফেরাই বলো
সে যে মোর শেষের শেষ অন্তের অন্ত,
শত দিনে শত কালে মোরা তো তাহারি অপেক্ষায় মত্ত।
কি করে ফিরাই বলো