কতো বিকেলেইতো পাড়ি দিয়াছি
জীবনে চলার পথে,
নদীর ঢেউয়ের মতো হয়তো আঁছড়ে পরেছে কোন অজানা তটে।
হিসেবের খাতায় আজ শ'ত প্রশ্নের সমাহার,
শ'ত ধানের গন্ধের আকুতি
শ'ত গাংচিলেদের চিৎকার,
জ্বলসে গেছে মোর চিত্ত শত বেদনা লয়ে
নীল আকাশ পানে তাকিয়ে,
হয়তো খুঁজেছি সেই অজানারে
উত্তর কোথায় দাও মোরে।
কাশফুল গুলো পূবালী বাতাস লয়ে
ক্ষনে ক্ষনে নৃত্য করে উঠে
যেন উন্মাদ,মাতাল কোন নেশায় মত্ত,
আপন দেহের পালক বিলিয়ে হতে একাকিত্ত।
অদূরেই কিছু পালকহীন কাশফুল নিথর দাড়িয়ে,
শান্ত বড়ই শান্ত, উন্মাদনাহীন
নিজেকে বিলিয়ে দেবার নেশা,
হয়তো সব হারায়ে ক্লান্ত,
আমারই মতো,
শ'ত প্রশ্নের ভীড়ে সেও স্তব্দ, নীরব।।
(চলবে)