কোনোদিন কেউ বোঝেনি আমাকে
বুঝতে চেষ্টা করে নি,
তুমিও না-
আর কিই বা করার ছিলো?
একে একে বত্রিশটি বছর পার হলো
ত্রিশ বছরের মাথায় তুমি এলে,
ভেবেছিলাম অন্ততঃ কেউ এবার বুঝবে
আর তুমি..….!
আফসোস ছাড়া কিছু নেই আমার
কোনো কালেও ছিলো না,
আমি নিঃস্ব, পারাজিত, ক্লান্ত...
আজ আমি ক্লান্ত পথিক।
শুনেছিলাম ডাল ভাতের সংসারে তুমি অভ্যস্ত
কিন্তু আমার কপালটাই এমন!
যাহাতে আমার সুখ
সেসবে তোমার এলার্জি!
তোমার আলমিরা ভর্তি কাপড় চাই
গহনা চাই শরির জুড়ে
আর হালাল উপার্জনে এ হয় না
সে বোধকরি ভুল গেছো!
তোমার ভালোর তরে আমি অন্ধ হলাম
পিয়ন থেকে হলাম লাখপতি, কোটিপতি
রেফ্রিজারেটর গোশত মাছে ভর্তি আজ
দরজা খুললে সে বমি করে সব বের করে দিতে চায়
আলমিরা ওয়ারড্রব ভর্তি কাপড়,কোলবালিশ তোষকে টাকা
তোমার সুখের অন্ত নেই, আর আমি....?
আমি "সম্বল তার কম্বল খানি" আওরাই
ভাবি "এই বুঝি শুকনা রুটির সময় হলো!”
আমি জানি আসবে, সময় ঠিক আসবে
আমি আর কাদিনা, কাদে অন্তরাত্মা
কেউ কোনোদিন বুঝেনি বুঝবেনা
কেউ দেখবেনা আমার আর্তনাদ।।