পৌষের আকাশে মেঘ জমেছে,
আকাশ করেছে ভাড়ি,
শীতল হাওয়া বইছে জোর,
ঝরছে ফোটায় বারী।
এমন দিনে অজান্তেই সবার
বাড়ী পালিয়ে,
এসেই বললে করবে বিয়ে
না জানিয়ে।
কি যে হলো! বুঝলাম না
কাবিন করিলাম,
কাবিন নামায় সই করিয়েই
বিদায় জানালাম।
সময় ছিলনা, ঘুরা হলোনা
বিদায় দিতে হলো,
চোখের কোনের অশ্রু কনা
বৃষ্টি ফোটায় ঝরে পড়িলো।