মস্তিষ্কের রক্তক্ষরণ
তাওহীদুল ইসলাম তুহিন
হঠাৎই বন্ধুর আগমনে তুমি তিক্ত হও
নুডলস রান্না করতে গিয়ে তোমার মেজাজ চরমে
বন্ধুর আগমনে তোমার অগ্নিরুপে
আমি বিচলিত হই!
নুডলস খেয়ে নিচে নেমে যাই
চা-পান, চুরুট সবই চলে।
তেতলায় উঠতে ছত্রিশটি সিড়ি টপকাতে হয়
ফের কক্ষে প্রবেশ করি।
ততক্ষণে আগ্নেয়গিরির জ্বালামুখে
লাভা বিস্ফোরিত হয়,
কথ্য অকথ্য শ্রাব্যহীন ভাষায়-
ঝলসে যাই আমি!
ভাতের থালা সরিয়ে বেলকনিতে দাড়াই
ফের চলে আসো, সব ভুলে বাচ্চাটা কুলে নেই,
ততক্ষণে তোমার রাগ পড়েনি
শ্রাব্যতার সীমা অতিক্রম করে তোমার কথন।
মুঠোফোনটি আছড়ে ফেলে রাগ ঝাড়ি
কিন্তু না, শ্রাব্যতার লাগামহীন তুমি!
বিদ্যুৎ বেগে ঘুষি ছুড়ি বেলকনির রেলিঙে
তবুও যদি কমে যায়, মস্তিষ্কের রক্তক্ষরণ!
(১১সেপ্টেম্বর ২০২০; রাত ৩.২০ মিনিট)
উৎসর্গঃ আলো