শরত, শুভ্র মেঘের আড়ালে নীল আকাশ
নদীর পাড় ঘেষে শাদা কাশফুল।
প্রান জুড়ানো হিমেল হাওয়ায় ভাসে মেঘের ভেলা।
হাওয়ার তোড়ে মেঘেরা ভেসে যায়
উত্তরের মেঘেরা কাহারো তরে দক্ষিনে পৌছুয়।
কেবল তুমিই এলেনা,
অপেক্ষার সময়গুলো আজ দীর্ঘ থেকে দীর্ঘতর-
কাছের আকাশখানি কুয়াশার বলয়াচ্ছন্ন,
চেনা অসুবিধাগুলো যখন তোমার অপেক্ষার কারন
একমুঠো রোদ আজ কালবৈশাখীর সাতকাহন।
সিগারেটের ধোয়ায় অপেক্ষা কাটে,
আর নিকোটিনের বদলে তোমাকে পাওয়া।
সময়ের জানালা আজ খোলা আছে
তোমার আসার পথে দীর্ঘ পাহারা।
আমি দাড়িয়ে থাকি,
দাড়িয়ে থাকি জলের মতো।
তোমাকে পাওয়ার অপেক্ষায়-
আমার ভিতরে জন্মেছে একদল শৈবাল।
আমি মিশে যেতে চাই, মিশবো কোথায়?
তোমার তরে অপেক্ষার সময় আর কেটে না।
শৈবালের ছোয়া এড়িয়ে তোমার আসা হবে না।
হয়তো কুয়াশার বলয় কাটিয়ে তুমি আসবে
শানিত মৃত্যুশব্দ আসার আগে আসবে
হয়তো একগুচ্ছ রক্ত মাখা গোলাপ হাতে।
আমি সে অপেক্ষায় কবিতা আওরাই
জলচোখে তোমার ভুলে যাওয়া দেখি।
সব দৌড় বাহন ছেড়ে, কাশফুলগুলো নৃত্য করে
আর আমি অপেক্ষায়, তোমারই অপেক্ষায়।