একদা তাহার তরে ভূবন লোটাইতো
কতো মরু মনে আঁধার ক্ষনে প্রদীপ জ্বালাইতো।
কত মেঘলা আকাশ রং্ধনুতে,
কতো চন্দ্র সুরুজ হাসাইতো সে।
কতো হিংস্র মন শান'ত করে,
কতো পিপাসীতো মনে বারি ভড়ে,
কতো কামনার সুরে নৃত্য করে,
বিলাইয়া দিতো (দেহখানা) সবার তরে।
আজ দিন পারায়ে-বেলা ক্ষয়ে,
ঝুলন্ত সুরুজ আঁধার ভয়ে,
তরী তাহার পশ্চিম কূলে আলো লয়ে
নিত্য যেমনি যায় সে বয়ে।
হায় ঠাই নাই তাহার তরে,
খালি তরী টুইটুম্বুর স্বপন ভরে।
ভয়াল আঁধার আজই ছুটিয়াছে পিছনে তাহার
তাহারে লইবার আজ কেহ নাই আর।।।