মৃত্যু বিলাপের সুরে বার বার
মরন হয়েছে আমার
ক্ষন পরেই সজীব প্রানের উচ্ছাসে
ফিরে এসেছি আবার।
আবার ধরনির বুক চিরে পথ চলেছি,
অরন্যের বুকে উত্তাল সুরে নৃত্য করেছি,
খরস্রোতা নদীর বুকে শান্তির নীড় বুনেছি,
উত্তপ্ত মরুর বুকে সবুজ দিগন্ত একেছি।
কালবৈশাখীর গায়ে একশো টি লাথি গেঁথে,
আমাবস্যার গায়ে চাঁদের প্রদীপ জ্বেলে,
কালো মেঘের গায়ে তপ্ত সূর্য কিরন লেপে,
ধরনির বুকে চির সুখের সেই হাসি ঢেলেছি।
আবার মরন হয়েছে আমার।
তাতে কি? ফিরে আসবো বারে বার
ফিরে আসবো আবার।