তুমি চাইলেই-
পড়িয়ে দিবো কপালে একখানা লাল টিপ
তুমি চাইলেই-
কিনে দেবো এক কুড়ি রেশমি চুড়ি,
যার ছন্দে আলোড়িত হবে হৃদয়ের দ্বীপশিখা।
তুমি চাইলেই-
তোমার খোপা করা এলোচুলে গেথে দিবো
একখানা রক্ত জবা,
পড়িয়ে দিবো একটি বেলিফুলের মালা
তাহার গন্ধে অন্ধকার ছেড়ে আলো ছড়াবে মনের আঙ্গিনায়।
তুমি চাইলেই-
তোমার হাতটি ধরে পাহাড়ের খাজ বেয়ে পাড়ি দেব উচু চুড়ায়
গাছের ফাক গলিয়ে ঝড়াবো জোৎস্না ধারা
দেখবো দুজনে জোনাকির নীলাভ আলোয় আলোকিত জীবন
চোখ বন্ধ করে অনুভব করবো মস্ত আকাশের ভালোবাসা।
তুমি চাইলেই-
এক নিমেষেই দূর করবো অমাবস্যার অন্ধকার
বিন্দুবিন্দু অম্বুধারায় রচিত করবো প্রেমের কবিতা
তুমি চাইলেই-
প্রান খুলে হাসবে সব কবিতা আর কাব্যধারা।