শুক্রবার ছুটির দিন
ভাবতেই লাগে ভালো
ভোরের সূর্য ওঠার আগেই
দিনে ফোটে আলো।
পূবের নীল আকাশ কোনে
সূয্যিমামা উঠে,
নীলাভ কালো ঠোটটি জুড়ে
হাসির রেখা ফোটে।
শখের ছোট্ট বাগানটাতে
পরিচর্চা করি,
আকাশ জুড়ে খেলা করে
শুভ্র মেঘের সারি।
কিছুক্ষণ, আরোও কিছুক্ষণ
এভাবেই কেটে যায়,
সদ্য ফোটা ফুলের হাসিতে
কবিতা লিখে যাই।
অবাক হয়ে চেয়ে দেখি
জীবনের ছবিখান
সজীব প্রানের এ যেনো এক
প্রানোচ্ছল আহ্বান।