মেঘের ভেলায় ভেসে দু'জন
গাইব মোরা মনের মতন
সুখ পাখিটি যেথায় থাকুক
আসবে ফিরে যখন তখন।
চাঁদের আলোয় পালকি চড়ে
বেহারাদের কাধের পড়ে
জোৎস্না স্নানে মত্ত হব
সুখ আসলে আসতেও পারে।
হিমালয় ভারে দুঃখ এসে
সদাই ঘুরবে পিছে পিছে
তবুও মোরা থাকবো সুখে
ভাবনা কেন মিছে মিছে?
দুঃখটাকে ছুটি দিয়ে
মনের খোরাক মিটাব গিয়ে
এক পৃথিবী ভালোবাসা
চতুর্দিকে রবে বিছিয়ে।