আর কতো নিশি বল জেগে রবো?
আধারে এখন আমার বড্ড ভয়!
নিরব নিশিতে একা হা-হুতাশ
অসুস্থ মস্তিস্কে শত প্রশ্নের আশ্রয়।
আসবি কবে?  কখন আসবি?
জীবনে শেষ হবে কি অপেক্ষার প্রহর?
ওরা আমাকে ঘুমুতে দেয় না,
একের পর এক প্রশ্নের লহর।

মাঝে মাঝেই চাঁদ দেখে রাত কাটাই
অমাবস্যার আকাশ আজ ঘুটঘুটে কালো
ভয়ে গা শিউরে উঠে
এই বুঝি আসুস্থ প্রশ্নরা ছুটে এলো।

আবারো ভয়ে শিউরে উঠি
আত্রে উঠে বসি, বিছানার কোনে
আমার ভীতিময় দেহ পরে রয়,
প্রতি সেকেন্ডে যেনো-বছর গুনে।

বছরে এগারোশ প্রহর রাত্রি কাটাই
আমি পাগল পাগল হয়ে যাই,
কোথায় আছিস? আয় নিড়ে আয়
কষ্টে আছি, বাচা আমায়, বুকে আয়।।

সংক্ষেপিত