আজ বৃষ্টিবিলাশীর মন খারাপ,
কতো দিন বৃষ্টি ছোঁয়া হয় না,
বৃষ্টির সাথে নৃত্যও হয় না বহু দিন
কতো দিন মেঘের গর্জন শুনা হয় না,
মেঘের মলাটে অনেক দিন সূর্যের কিরণ পরে না।
চাতোকের মতো চোঁখ নীলিমার দিকে তাকিয়ে,
চোঁখে শত প্রশ্ন বৃষ্টি কই তুই?
মনে রঙ্গিন ভাবনা এই বুঝি বৃষ্টি এলো,
ঝাপটা মেরে ভিজিয়ে দিলো।
ঝুম বৃষ্টিতে নেচে উঠলো সারা শহর,
পথ প্রান্তর,নেচে উঠলো গ্রাম, গাঙের পানি,
নেচে উঠলো সারা ধরণী।
ভাবনার অন্তে ভাঁটা পরে,
নিজেকে আবিষ্কার করে,
রুপা এখনও ছাদের কোনে দাড়িয়ে
বৃষ্টি নেই জ্বলছে শহর উত্তাল রোদে,
হিমু কবে আসবেপ্রশ্ন নিয়ে আরো একটা দিনের অন্ত,
আরো একটা ণব স্বপনে দেহ বড় ক্লান্ত।
শত স্বপন নিয়ে যদি লুটায়ে যেতে হয়! লুটাতে রাজি, যদি স্বপনের ভরে পিষিত হতে হয় হবো আজি, তবুও শত স্বপন চোঁখের কোণে জ্বলে যাক, বৃষ্টি আসবে জানি,
আসবি, স্বপন গুলো আমার মরণ পরেও বেঁচে থাক।।