সাভারের মেম আলো, কেমন আছো বলো
ও সাভারের মেম আলো, আছো কি তুমি ভালো?
তোমায় নিয়ে হাজার কবিতা, গান লিখি রোজ রোজ
এতো গান তবু একটাও গানে পাইনি সুরের খোঁজ।
এইতো প্রথম সুর বেধেছি! লাগছে কেমন বলো?
সাভারের মেম আালো, কি ভাবছো বসে বলো
ও সাভারের মেম আলো, সদাই থাকো যেন তুমি ভালো।।
কবিতার পর কবিতা লিখেছি, ছন্দ লিখেছি বহু
তোমার নামে মনের কোকিল ডাকে রোজ কুহু কুহু
তোমায় নিয়ে দূরে কোথাও, আসবো একটু ঘুরে
ভেবে উত্তর দিও-সময় হবে কি একটু বলো?
সাভারের মেম আালো-বাসবে কি একটু ভালো
ও সাভারের মেম আলো-বেসেছো কি আমায় ভালো?
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি-হাজার রাতের ভোরে
বহু বার তোমায় প্রপোজ করেছি, বহু শব্দের ভীরে
তবু মন আন চান, হেটেই চলেছি
তোমায় পা'ব কোথায়? তুমিই নাহয় বলো।
সাভারের মেম আলো-তোমাকে লেগেছে অনেক ভালো
ও সাভারের মেম আলো-তোমায় বেসেছি আমি ভালো।।
আলেয়ার মতো হঠাৎই আসো, হঠাৎই মিলিয়ে যাও
বহু প্রশ্ন তোমার তরে, উত্তর দিয়ে দাও
থা'ক কোথায়? তুমি দেখতে কেমন?
তোমার আর কে কে আছে বলো?
সাভারের মেম আলো-এই যে আমি আছি
ও সাভারের মেম আলো, আমি তোমায় ভালোবাসি।।