মনের মত পাইনা যারে
পরান কাঁদে তার তরে
দিবা নিশি ভাবতে গিয়া
বেধে রাখি অন্তরে
ভাবছি যারে চোখের আলো
আমারে জগত দেখালো
দূর বহুদূর পালালো
আমি খুঁজি আঁধারে
আপন যেজন অতি কাছে
কত আশায় ঘুরায় পিছে
সকলি তার হয় যে মিছে
স্বার্থে কেটে পরে
দেখা সাক্ষাত নাই বা পেলাম
তবু আমি চির গোলাম
চরণে তার রাখি প্রণাম
ভক্তি পুজা করে
মুক্ত স্বাধীন আমার জীবন
ভেদ বিধানে শাসন বারন
টুটুলের ইচ্ছাতে স্বরণ
ভুলি কেমনে তারে