দুই চোখেরি ভিতর আজব কারিগর
তোমারে বানাইয়া দিল কত যে সুন্দর
লক্ষ কোটি বছর যেন ছিল সাধনা
জন্ম জন্মান্তরে খুঁজি তোমার ঠিকানা
মনের যত বাসনা দেখার স্বাদ মিটেনা
কত ব্যথা পুষে রাখে এই অন্তর
রুপের এই পৃথিবী যেন মায়ারি গড়ান
আদি হইতে অনন্তকাল তোমারি সন্ধান
বিশ্ব সাজানো বাগান বুকে আনন্দের তুফান
স্বপ্ন আশা বেঁধে রাখে বাঁচারি নোঙ্গর
প্রেম প্রীতির ভালোবাসার মিলন মেলা
জীবন মরণ রহস্যময় সময়ের খেলা
ধ্যানে জ্ঞানেরি লীলা বিশ্বাসের ঝামেলা
চেনা জানা হয় টুটুলের ভুলেরি নজর