তৃষিত পিয়াসা বুকে মিটেনা আশা
হায়রে প্রেম ভালোবাসা
হৃদয়ে গাঁথা মানুষ অকারণে দিলে সে দোষ
ভুলের মাশুল দিতে জাগায় নেশা


অবুঝ মনের মাঝে সবুজ মাঠ
প্রেমের বৃক্ষ গজায় বিরাট
তারি ছায়াতলে আশ্রয় না পেলে
জীবন আধারে ঢাকে ঘন কুয়াশা


ফুলের পাশে যেমন বিঁষের কাঁটা
বিশ্বাস আকড়ে সন্দেহ খুঁটা
দ্বন্দ দ্বিদ্ধায় পরে অন্তর পুড়ে পুড়ে
চিতার অনল বুকে আলোর দিশা


বৃক্ষ লতার মত শাখা প্রশাখা
আপন পর জড়িয়ে রাখা
স্বপ্ন মায়াজালে সেঁতুর বাঁধন খোলে
স্মৃতির আড়ালে অতীত অনামিশা