আয় চেয়ে দেখ নিরাকারে
শূণ্যে সমুদ্দুর
বিশ্বাসে মিলায় যারে
তর্কে বহুদুর
পঞ্চ আত্তায় পঞ্চ ভূতে
শ্বাস ছাড়িয়া শ্বাস নিতে
দমের গলা টিপছে হাতে
দেহঘরে কোন চোর
কোন কৌশলে শরীরটাকে
ডাইনে বামে সামনে ঝুঁকে
আটকায় আবার পিছন থেকে
করছে যেন দৌড়
শক্তি সাহস ভয়ে কাঁপে
জ্ঞান বুদ্ধির সঠিক মাপে
বিপদ বাড়ে ধাপে ধাপে
ভাঙ্গে মনের জোর
মস্তিস্কের চিন্তা ভাবনা
হৃদয়ের ধ্যান ধারনা
কোন পুঁজিতে ষোলআনা
ধনী হয় অন্তর
চুক্ষু কর্ণ নাসিকাতে
মুখের ভাষা জ্বিহ্বাতে
দিবা নিশি কে আঘাতে
দুঃখে কষ্টে কাতর
অনুভুতির হাজার দুয়ার
সন্দেহ অনুমান করার
কেউ বুঝেনা কাউকে আবার
একা নিরব নিথর
কি আছে তোর করতে দাবী
বাঁচার আশায় জীবন চাবি
ছেড়ে যাবি এই পৃথিবী
ডাকলে মরন সুর