কত সাধনার জীবন
সাজানো সুখের ভূবন
কে তোর হলো আপন
আজো চিনলি না
কেন রে তুই মানুষ হলিনা
মন তুই
কেন রে তুই মানুষ হলি না

জন্মিলে মায়ের কোলে
পিতার পরিচয় পেলে
লোক সমাজে চিনবো বলে
নাম ঠিকানা
নামের নেশায় বেহুশ
পড়িলি সুন্দর মুখোশ
কর্ম কান্ডে শুধুই দোষ
হিসাব রাখলিনা

হাসি আনন্দের মাঝে
মাতিয়া সকাল সাঝে
ব্যস্ত থাকবি নানান কাজে
পরিকল্পনা
আপন প্রতিভার বিকাশ
নাচিয়া বিজয় উল্লাস
ঘটাইতে কোন সর্বনাশ
চিন্তা চেতনা

ধন সম্পদ উপার্জনে
নিত্য লাভ লোকসানে
পাপ পূণ্যের ভেদ বিধানে
দৃষ্টি দিলিনা
স্বার্থের সুযোগ সন্ধান
ভোগ বিলাসী প্রাণ
ন্যায় নীতির হয় অবসান
জীবন রচনা

প্রকৃতির লীলা খেলা
আলো আধারের চলা
দিন রাত সারাবেলা
কিছু বুঝলিনা
ভুলে গিয়া টুটুলে
শিশু কিশোর বৃদ্ধকালে
স্বাদের জীবন যায় বিফলে
ষোলআনা