কি সুন্দর রঙমহলে থাকে আমার দয়ালে
একাকী বসে কোন কোঠায়
আমার দয়ালগো অনুমতি যদি পাওয়া যায়
অনুমতি যদি পাওয়া যায়
আমার দয়াল গো একবার দেখিব তোমায়
একবার দেখিব তোমায়
আমার দয়ালগো অনুমতি যদি পাওয়া যায়

ও দয়ালরে আমার বুকে তোমার বাড়ি
কই গেলা দিয়া আড়ি
প্রবেশ দ্বারে কড়া নাড়ি ভূবনে
মুসাফির হইয়া আমি
ডাকিতেছি দিবস যামী
তালা বন্ধ আছে দরজায়
আমার দয়াল গো অনুমতি যদি পাওয়া যায়

ও দয়ালরে ছয় প্রহরী করছে হানা
ঢুকতে গেলে দেয় মানা
দেখা সাক্ষাত তাই হলনা জীবনে
বসত ভিটা জায়গা জমি
ভোগ দখলে মালিক আমি
ঋণের কঠিন বোঝা মাথায়
আমার দয়াল গো অনুমতি যদি পাওয়া যায়

ও দয়ালরে তোমার আসা যাওয়ার সময়
কি করে করি নির্ণয়
দুই চোখের আড়ালে হয় গোপনে
সামনে পিছে ভুল ত্রুটি
দ্বিদ্ধা দ্বন্দের ঝগড়া ঝাটি
ফাকি দিয়া তুমি যাও আমায়
আমার দয়ালগো অনুমতি যদি পাওয়া যায়

ও দয়ালরে কোন গলিতে কোন মোকাম
গন্তব্য পথ ভুলে গেলাম
হাটতে হাটতে ক্লান্ত হলাম সন্ধানে
লক্ষ্য আমার স্থীর থাকেনা
যন্ত্রণায় কে দেয় শান্তণা
এই টুটুলের মনকে কাঁদায়
আমার দয়ালো অনুমতি যদি পাওয়া যায়